নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের সময় সব সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চ্যুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে আজ রোববার সব সচিবের কাছে নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, বিধিনিষেধে সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সব জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে। এ অবস্থায় সব সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চ্যুয়ালি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। ঘোষণা অনুযায়ী ১৪ জুলাই পর্যন্ত তা চলার কথা।
সরকার আগেই বলেছে, চলমান বিধিনিষেধের পরিস্থিতি পর্যালোচনা করে ঈদের সময় বিধিনিষেধের কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Comment here