পঞ্চগড় প্রতিনিধি : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। একইসঙ্গে কমতে শুরু করেছে তাপমাত্রা। আজ রোববার পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বনিম্ন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সকাল ৯ টায় এই তাপমাত্রা রেকর্ড করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যায়। দুপুর ১২টায় ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়
এর আগে গতকাল শনিবার সকালে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবক্ষেণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
Comment here