নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের বাড়িতে হামলা-ভাঙচুর ও গুলির ঘটনায় জড়িত দুই অস্ত্রধারীর পরিচয় পাওয়া গেছে। এদের একজন হলেন- মো. মানিক (৩০) ও অপরজন মো. মাসুদ ওরফে পিচ্চি মাসুদ (২৬)। তারা দুজনই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত।
মানিকের বাড়ি বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এবং মাসুদ কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আজ রোববার সন্ধ্যা পর্যন্ত পুলিশ দুই অস্ত্রধারীর কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে হামলার ঘটনার পর কাদের মির্জার অনুসারী চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত ১৩ মে অস্ত্রধারী মাসুদ বসুরহাটের করালিয়া এলাকায় আরেক সহযোগী সহিদ উল্যাহ ওরফে কেচ্ছা রাসেলের সঙ্গে অস্ত্র হাতে প্রকাশ্যে কাদের মির্জার প্রতিপক্ষ মিজানুর রহমানের অনুসারীদের ওপর গুলি চালিয়েছিলেন। ওই ঘটনার চার মাস পর গত ৭ সেপ্টেম্বর রাসেল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ধরা পড়েন। পুলিশের দাবি, প্রদর্শিত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। তবে মাসুদকে গ্রেপ্তার করতে পারেনি।
গতকাল শনিবার রাতে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে খিজির হায়াত খানের বাড়িতে হামলার ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে মানিককে বন্দুক উঁচিয়ে বেশ কয়েকটি গুলি ছুড়তে আর পিচ্চি মাসুদকে পিস্তল হাতে মহড়া দিতে দেখা যায়।
গতকাল দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বক্তব্য দেন খিজির হায়াত খান। এ সময় তিনি কাদের মির্জার গত ১০ মাসের কর্মকাণ্ড নিয়ে নিয়ে কথা বলেন। এরই জেরে রাতে হামলার ঘটনা ঘটে।
Comment here