করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত দুইশোর নিচে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত দুইশোর নিচে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১০৮ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৯৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪৯ হাজার ২৫৩ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।গতকাল শুক্রবার করোনায় পাঁচজনের মৃত্যু এবং ২৫৭ জন শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়,২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮২১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৯ হাজার ৪৬৯ জন।

এতে আরও বলা হয়,২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৪টি নমুনা সংগ্রহ করা হয়।পরীক্ষা করা হয় ১১ হাজার ১৮৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

Comment here