নারায়ণগঞ্জের বন্দরে নানাবাড়িতে বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৫)। শুক্রবার (১৮ মার্চ) রাতে চিড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার (১৯ মার্চ) সকালে ওই কিশোরীর মা বাদী হয়ে দুজনকে অভিযুক্ত করে বন্দর থানায় একটি মামলা করেন।
অভিযুক্তরা হলেন- চিড়াইপাড়া এলাকার শুক্কুর আলীর ছেলে আলমগীর ও একই এলাকার মৃত শাহাজদ্দিন মিয়ার ছেলে রকি।
মামলা সূত্রে জানা গেছে, শবে বরাত উপলক্ষ্যে কিশোরীটি তার নানাবাড়িতে বেড়াতে আসে। মোবাইল ঠিক করতে রাতে চিড়াইপাড়া এলাকার শুক্কুর আলীর বাড়িতে যায় সে। এ সময় আলমগীর ও রকি তাকে ধর্ষণ করে।
বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগী কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Comment here