কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবির থেকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের জন্য ১০৯৬ জন রোহিঙ্গাকে নিয়ে ২০টি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে বাসগুলো রওনা দেয় বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।
তিনি বলেন, দুপুরে উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবির থেকে ত্রয়োদশ দফায় প্রথম ধাপের পর বিকেলে দ্বিতীয় ধাপে ভাসানচরে স্থানান্তরের জন্য রোহিঙ্গাদের আরও একটি বহর রওনা দেওয়ার কথা রয়েছে।
সামছু-দ্দৌজা আরও বলেন, স্বেচ্ছায় ভাসানচর যেতে আগ্রহী রোহিঙ্গাদের নাম তালিকাভুক্ত করতে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে একটি অস্থায়ী বুথ খোলা হয়েছে।
২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবির থেকে প্রথম রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে কার্যক্রম শুরু হয়। এরপর দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে গত বছরের ৯ অক্টোবর ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় সমঝোতা চুক্তি স্বাক্ষর করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা -ইউএনএইচসিআর।
এর আগে দ্বাদশ দফা পর্যন্ত কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে ভাসানচরে স্থানান্তর করা হয় ২৪ হাজার ৫৭৮ জন রোহিঙ্গাকে।
Comment here