বিএনপির গণসমাবেশ কাল ১১টায় - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বিএনপির গণসমাবেশ কাল ১১টায়

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল শনিবার বেলা ১১টায় বিএনপির গণসমাবেশ শুরু হবে। আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন। তার আগে সেখানে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

যুগপৎ আন্দোলনে রাজি দলগুলোকে যার যার অবস্থান থেকে সমাবেশকে সমর্থন জানানোর জন্য আহ্বান জানান ড. খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি ঢাকাবাসীসহ সবাইকে সমাবেশে অংশ নিতে বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নভেম্বরের মাঝামাঝি সময়ে দলীয় কার্যালয়ের সামনে নয়াপল্টন সড়কে ঢাকা বিভাগীয় গণমাবেশের অনুমতি চেয়ে চিঠি দেওয়া সত্ত্বেও তা নিয়ে এখন গড়িমসি করে। আমরা না চাওয়া সত্ত্বেও অযাচিতভাবে ও স্বপ্রণোদিত হয়ে পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে নজিরবিহীনভাবে ২৬ শর্তে গণমাবেশের অনুমতি দিয়েছিল। যা অনিবার্য ও যুক্তিসঙ্গত কারণে আমরা প্রত্যাখ্যান করে আলোচনার মাধ্যমে তৃতীয় কোনো উপযুক্ত স্থানে সভার অনুমতি দেওয়ার যে অনুরোধথ করেছি তা দিতে গড়িমসি করা হচ্ছে।’

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজ দুপুরে আমাদের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনার বরাবর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠানের জন্য পত্র প্রেরণ করে। কিছুক্ষণ আগে আমাদের চাহিদা মোতাবেক গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় সমাবেশ করতে পুলিশ সম্মতি দেয়। অতএব, আগামীকাল শনিবার ঢাকা মহানগীরর গোলাপবাগ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে।’

বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমরা তীব্র ক্ষোভের সঙ্গে লক্ষ করছি যে, সরকারি বাহিনীসমূহ ও সরকারি দলের সন্ত্রাসীরা গত প্রায় ১৫ দিন যাবত প্রকাশ্যে হুমকি দিয়ে সমাবেশ বানচালের জন্য গোটা ঢাকা মহানগর ও ঢাকা বিভাগসহ সব বিভাগের সব উপজেলা, জেলা ও মহানগরে মহড়া দিচ্ছে। তাদের এসব অগণতান্ত্রিক সন্ত্রাসী কার্যক্রম পুলিশের সামনেই ও সমর্থনে চলছে।’

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে নয়টি বিভাগে সমাবেশ করেছি। সরকারের সব বাধা উপেক্ষা করে এসব সমাবেশে জনগণের ঢল নেমেছে। আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা, নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হয়েছে। আমরা ধৈর্য ধরে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছি, কিন্তু সরকার মনে হয় সরকার অন্য কিছু চায়।’

তিনি বলেন, ‘জনগণের দ্বারা নির্বাচিত নয় বলে তারা (সরকার) জনগণের দাবি অগ্রাহ্য করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা সফল হবে না। জনগণের আন্দোলনের সামনে সব স্বৈরাচারকেই নতি স্বীকার করতে হয়। বর্তমান ক্ষমতাসীন সরকারকেও করতে হবে।’

 

Comment here