শিবাঙ্গী সিংহ, কলকাতা: ফের রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা জারী। বৃষ্টি হতে পারে চলতি সপ্তাহের মঙ্গল থেকে বুধবারের মধ্যে। পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কিছু জায়গায়।
প্রসঙ্গত, আগামী ২৪ ঘন্টায় ভারি বৃষ্টির সতর্কতা জারী দুই বঙ্গের বেশ কিছু জায়গায়। হাওয়া অফিস জানিয়েছেন, উত্তরবঙ্গে চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ আরো তিন টি জেলায়। শুক্র ও শনিবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে।
উল্লেখ্য, কলকাতায় থাকবে পরিষ্কার আকাশ। যত দিন বাড়বে ততই বাড়বে তাপমাত্রার পারদ পাশাপাশি বাড়বে গরম এবং অস্বস্থি। ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা বিকাল এবং সন্ধ্যের পর থেকে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ ৪৪ থেকে ৯০ শতাংশ। বিশেষত, অন্যান্য রাজ্যে বৃষ্টি হতে পারে জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, উত্তর হিমাচল প্রদেশ সহ উত্তর পশ্চিমের সমতল এলাকাতেও।
Comment here