লিংক খুঁজতে বারণ করলেন ফারিণ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

লিংক খুঁজতে বারণ করলেন ফারিণ

সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণর জুটির প্রথম সিনেমা ‘পুনর্মিলনে’। যা মুক্তি পেয়েছে গেল বৃহস্পতিবার, একটি ওটিটি প্ল্যাটফর্মে। মিজানুর রহমান আরিয়ানের এই সিনেমার গল্পটি কাজিনদের সম্পর্কের নানান বাঁক, মাত্রা, আনন্দ, হাসি, টুকরো অভিমান, টানাপোড়ন, সংশয় আর দ্বন্দ্বের।

মুক্তির পর ‘পুনর্মিলনে’র প্রচারের অভিনব এক কৌশল বেছে নিলেন অভিনেত্রী ফারিণ। শুক্রবার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে ‘পুনর্মিলন’ সিনেমা সার্চ করার ছবি প্রকাশ করে এই তারকা লিখেছেন, ‘লিংক না খুঁজে চরকিতে গিয়ে দেখেন। ডেসক্রিপশন-এ দিয়ে দিচ্ছি।’

‘পুনর্মিলনে’র গল্প নিয়ে ফারিণ ইতিমধ্যেই বলেছেন, ‘একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প দেখানো হয়েছে। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। তার সঙ্গে আমার ছোট পর্দায় অল্প কিছু কাজ হয়েছে। কিন্তু আমি অবাক হই যে দর্শক আজও আমাদের প্রত্যেকটা কাজের কথা মনে রেখেছে।’

আর সিয়ামের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সিয়াম দারুণ গুণী একজন অভিনেতা। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করে আমি আনন্দিত। আমরা এক হয়েছি খুব সুন্দর একটা গল্প বলার জন্যই। এই সিনেমা দর্শক দেখে ভালোবেসে ফেলবে। বিশেষ করে যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, যারা বন্ধু হারিয়েছে তারা এই সিনেমা দেখে কাঁদবে।’

সিয়াম-ফারিণ ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্যসহ অনেকে।

Comment here