কর্মসূচিতে না থাকায় বিএনপির ২ নেতার পদ স্থগিত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

কর্মসূচিতে না থাকায় বিএনপির ২ নেতার পদ স্থগিত

চলমান আন্দোলন সংগ্রামে অনুপস্থিত এবং অসহযোগিতার অভিযোগে খাগড়াছড়ি গুইমারা উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদককে পদ থেকে সাময়িকভাবে স্থগিত করেছে জেলা বিএনপি। একই সঙ্গে কার্যক্রম গ্রহণযোগ্য ও সন্তোষজনক হলে স্বপদে পুনরায় বহাল করা হবে বলেও জানানো হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ ও সাধারণ সম্পাদক মো. নবী হোসেন।

গতকাল শনিবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও গুইমারা উপজেলা বিএনপি পূর্বের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের দায়িত্বে থেকে চলমান আন্দোলন সংগ্রামে সম্পূর্ণ অনুপস্থিত এবং অসহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় আপনাদের পদ সাময়িক স্থগিত করা হলো।

Comment here