রাজধানীর উত্তরা শাখার আড়ংয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দ্বিগুণ দামে পণ্য বিক্রির অভিযোগের প্রমাণ পেয়ে ওই শাখাটি এক দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।একই সঙ্গে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন ভোক্তার ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর শাহরিয়ারের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের বিষয়ে মঞ্জুর শাহরিয়ার দৈনিক মুক্ত আওয়াজঅনলাইনকে বলেন, একজন গ্রাহকের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সরেজমিনে আড়ংয়ে অভিযান চালানো হয়। এ সময় দ্বিগুণ দামে পণ্য বিক্রির অভিযোগটির প্রমাণ পাওয়া গেছে। এরপর ভোক্তা অধিকার আইন অনুযায়ী, তাদের ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঞ্জুর শাহরিয়ার আরও বলেন, আড়ংয়ের উত্তরার এই শাখাটি আজ এক দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানকালে এপিবিএন’র পুলিশ সদস্যসহ আইনশৃখ্লা বাহিনীর সদস্যরা সহোযোগিতা করেছেন।
Comment here