আলোচিত মামলার রায়ের রাতেই আবারও দলবদ্ধ ধর্ষণ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আলোচিত মামলার রায়ের রাতেই আবারও দলবদ্ধ ধর্ষণ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিঁধ কেটে চুরি করতে ডুকে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় ঘর থেকে দুই জোড়া স্বর্ণের কানের দুল, দুই জোড়া নাক ফুল ও ১৭ হাজার ২২৫ টাকা লুট করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ওই গৃহবধূর স্বামী বাড়ির বাইরে ছিলেন। রাতে তিন সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন ওই গৃহবধূ। রাত ২টার দিকে ঘরের সিঁধ কেটে ভিতরে প্রবেশ করে একজন। পরে ঘরের দরজা খুলে দিলে আরও দুইজন ভিতরে প্রবেশ করে। এদের মধ্যে দুইজন ওই গৃহবধূকে এবং একজন তার মেয়েকে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূর হাত-পা ও মুখ বেঁধে ঘরে থাকা স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। গভীর রাতে শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এসে গৃহবধূর বাঁধন খুলে দেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামজানান, সকালে ভুক্তভোগীদের থানায় আনা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দলবদ্ধ ধর্ষণের দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আলোচিত মামলার রায়ের ২৪ ঘণ্টা না যেতেই একই উপজেলায় আরেকটি দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেল।

Comment here