বেনজীরকে গ্রেপ্তারের সিদ্ধান্ত আদালতের : ওবায়দুল কাদের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বেনজীরকে গ্রেপ্তারের সিদ্ধান্ত আদালতের : ওবায়দুল কাদের

সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের দেশত্যাগ কিংবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ফেলার বিষয়ে কিছু অবহিত নন বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘বেনজীর আহমেদ বিচার প্রক্রিয়ার মধ্যেই আছেন। দুর্নীতি দমন কমিশন মামলা করার পর আদালত ঠিক করবেন, কখন তাকে গ্রেপ্তার করবেন, জেলে পাঠাবেন।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম ও আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাপা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দুর্নীতিগ্রস্তদের তালিকা করা হলে তার প্রথমে বিএনপি নেতাদের নাম লিখতে হবে বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দুর্নীতি কেউ করে থাকতে পারেন। সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে, সরকার এখানে নির্বিকার কিনা? সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে। দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। সরকার তো বিএনপির মতো ইনফিরিওরিটি কমপ্লেক্সে (হীনম্মন্যতায়) ভোগে নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনফিরিওরিটি কমপ্লেক্স সংস্কৃতিটা গড়ে তোলেন নাই।’

প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি সব খবর রাখেন এবং সবার খবর রাখেন। তিনি তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। বিএনপির আমলে এমন কোনো লোকের শাস্তি হয়েছে?’

বাংলাদেশে শেখ হাসিনা সবাইকে কারাগারে রেখে বিপুল ব্যবধানে জিতেছেন- ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এমন মন্তব্য করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকালীন বক্তব্য নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা আমাদের গণতন্ত্র নিয়ে আছি। পৃথিবীর অনেক দেশের চেয়েও আমাদের গণতন্ত্র চর্চা ঘরেও ভালো, বাইরেও ভালো।’

Comment here