বিশ্বকাপে পর পর দুটি ম্যাচ হেরে কিছুটা চাপে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ওভালে স্বপ্নের মতো শুরু হয়েছিল মাশরাফিদের। প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল গতবারের কোয়ার্টার ফাইনালিস্টরা। এ বিশ্বকাপে আশা রেখেছে সবাই সেমিফাইনালে খেলার। গতকাল বাংলাদেশ ক্রিকেট দল কার্ডিফ থেকে ব্রিস্টল এসে পৌঁছায়। ব্রিস্টলে যাওয়ার আগে খেলোয়াড়দের কেউ কথা না বললেও আকরাম খান এসেছিলেন।
তিনি মনে করেন, ১১ জুন শ্রীলংকার ম্যাচটিতে বাংলাদেশ ভালো করবে সে ব্যাপারে তিনি আশাবাদী। নিউজিল্যান্ডের ম্যাচটিতে লড়াই করে হেরেছে বাংলাদেশ। স্বাগতিক ইংল্যান্ড সে সুযোগ দেয়নি। ১০৬ রানের জয় তুলে নেয় বিশ্বকাপের অন্যতম হট ফেভারিটরা। বাংলাদেশের ম্যাচের আগে ইংল্যান্ড হেরেছিল পাকিস্তানের কাছে। বাংলাদেশ ব্রিস্টলে ঘুরে দাঁড়াতে চাইবে। আকরাম খানও একমত।
তিনি মনে করেন, শ্রীলংকা সম্পর্কে তার ধারণা ভালোই রয়েছে। এমন না যে শ্রীলংকা অজেয়। টানা দুই হারের পর দলের কি পরিস্থিতিÑ জানতে চাওয়া হলে আকরাম খান বলেন, দলের পরিস্থিতি ভালো। সবাই পরের ম্যাচটির ব্যাপারে ভাবছে। এমন না যে সব শেষ হয়ে গেছে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডের বিপক্ষেও একই একাদশ খেলিয়েছে। আকরাম খান পরিবর্তনের আভাস দিয়েছেন।
তিনি বলেছেন, আমরা এখনো আলাপ করিনি। কাল সবাই বসবে। তার পর সিদ্ধান্ত হবে। তবে হ্যাঁ, শ্রীলংকার বিপক্ষে দলে পরিবর্তন আসবে। অবশ্য জানি না, কার বদলে কে দলে সুযোগ পাবে। আমরা সেখানকার কন্ডিশনও দেখব। সে মোতাবেক দলে পরিবর্তন হবে। শ্রীলংকা কেমন দল? অনেক কি শক্তিশালী। তাদের কি হারানো যাবে না? আকরাম খান বলেন, আমরা দীর্ঘদিন ধরেই ওদের বিপক্ষে ভালো খেলছি।
আমি আশাবাদী, বাংলাদেশ এ ম্যাচ থেকে ঘুরে দাঁড়াবে। এখনো বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ রয়েছে। সবকিছু থাকবে বলে আমি আশা রাখছি। ওরা স্পিন ভালো খেলে। আমরা জানি। আমরা সেভাবে প্রস্তুতি নেব। দক্ষিণ এশিয়ার প্রতিটি দলই স্পিনের বিপক্ষে ভালো খেলে। সেটা আকরাম খান জানেন। তিনি বলেছেন, আমরা জানি শ্রীলংকানরা স্পিন ভালো খেলে। একজন বাড়তি পেসারের ব্যাপারে আমরা ভাবছি।
অবশ্যই আমরা চাইব না দুর্বল হয়ে থাকতে। আবার ওদেরও ভালো স্পিনার আছে। আমাদের ব্যাটসম্যানদের জন্য সেটা পরীক্ষা হবে। ইংল্যান্ডের উইকেটে পেসাররা রাজত্ব করবেÑ এটা সবাই আশা করে। আমাদের যে দলটি খেলেছে আগের তিনটি ম্যাচে সেটাও ভালো ছিল। আমাদের আসলে খেলোয়াড়রা এখনো সেরাটা দিতে পারেনি। সেরাটা দিতে পারলে অবশ্যই ভালো কিছু হবে। আমার কাছে মনে হয়, এ দলটিও খারাপ না।
টানা দুই হারে বাংলাদেশ দল কি ভেঙে পড়েছে? না পরের ম্যাচের জন্য বাড়তি প্রেরণা জুগিয়ে নামবে? আকরাম বলেছেন, আমরা হতাশ না। তবে একটু তো মন খারাপ। দল খারাপ করলে কারোরই-বা ভালো লাগে। তাই বলে আশা ছেড়ে দেইনি। আমাদের লক্ষ্য এখন শ্রীলংকাকে হারানো। এ ম্যাচটি আমাদের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ। আমরা এখানে খারাপ খেলতে চাই না। আর অন্য সদস্যরা সেরাটা দিতে পারবে বলে আমি আশা করি।
Comment here