অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র গুলি করে (ব্রাশফায়ার) হত্যার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
মঙ্গলবার দুপুরে সিএমপির সকল থানা-ফাঁড়িতে দায়িত্বরতসহ সকল পুলিশ সদস্যদের এক বেতার (ওয়্যারলেস) বার্তায় পুলিশ কমিশনার মৌখিকভাবে এ নির্দেশনা দিয়েছেন।
পুলিশ কমিশনার হাসিব আজিজ এর আগেও গত আগস্টে একইভাবে কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষায় দেখামাত্র পুলিশকে গুলির নির্দেশনা দিয়েছিলেন।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর সন্ধ্যায় নগরীর হামজারবাগ এলাকায় বিএনপি নেতা এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা ঘটনাস্থলে নিহত এবং এরশাদ উল্লাহসহ দুইজন গুলিবিদ্ধ হন। এ ঘটনার পরপর থানায় মামলা হলেও কিলিং মিশনে অংশ নেওয়া একজনকেও পুলিশ কিংবা অন্য কোনো সংস্থা গ্রেপ্তার করতে পারেনি। এ নিয়ে পুলিশ নানাভাবে চাপে রয়েছে। এর মধ্যেই পুলিশ কমিশনার থেকে এমন নির্দেশ এলো।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের নির্দেশে তারই এক সময়ের সহযোগী সরোয়ারকে খুন করা হয়েছে।
বেতর বার্তায় নির্দেশনার কথা স্বীকার করে পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, ‘এ ধরনের একটা নির্দেশনা আমাদের সদস্যদের দিয়েছি। আপনারা জানেন, ২০২৪ সালের আগস্টে চট্টগ্রাম শহরে বিভিন্ন থানা থেকে পুলিশের অস্ত্র লুট হয়েছে। ফলে অনেক অস্ত্র বাইরে চলে গেছে। এসব অস্ত্র যে সন্ত্রাসীদের কাছে যায়নি কিংবা অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে না, সেটা আমরা নিশ্চিত নই।’
সাম্প্রতি নির্বাচনী গণসংযোগে গুলিবর্ষণের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে নির্বাচনী গণসংযোগে যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, সেখানে যে স্বয়ংক্রিয় পিস্তল ব্যবহার হয়েছে, সেটাও পুলিশের অস্ত্র হতে পারে। এ প্রেক্ষাপটে আমি নির্দেশনা দিয়েছি- যে বা যারা অস্ত্র নিয়ে হত্যা করতে উদ্যত হবে তাকে যেন গুলি করে মেরে ফেলা হয়। এটা দণ্ডবিধির ৭৫, ৭৬, ৯৬ থেকে ১০৬ ধারায় উল্লেখ আছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়ার বিষয়টি দণ্ডবিধি অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দণ্ডবিধিতে আমাকে আত্মরক্ষার অধিকার দেওয়া হয়েছে। সুতরাং যে গুলি করবে, তাকে পাল্টা গুলি করে হত্যার অধিকার আমার আছে। একজন আইন মান্যকারী সুনাগরিকের নিরাপত্তা রক্ষার স্বার্থে এ পদক্ষেপ নেওয়ার অধিকার আমার আছে।’
ইতিপূর্বেও এমন নির্দেশনা দেওয়ার বিষয়ে জানতে চাইলে হাসিব আজিজ বলেন, ‘আগেও নির্দেশনা ছিল, আবারও দেওয়া হয়েছে। পার্থক্যটা হচ্ছে—আগে ছিল সিঙ্গেল রাউন্ড ফায়ার, এবার হবে ব্রাশফায়ার। একসঙ্গে একাধিক গুলি বের হবে।’
তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বলতে চাই, এই নির্দেশনা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমি বিশ্বাস করি, সিএমপির সকল সদস্য এই নির্দেশনা সুন্দরভাবে প্রতিপালন করবে।’



Comment here