নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশ। ডিএমপির পক্ষ থেকে পুলিশ কর্মকর্তাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়েছে, যাতে করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে উৎসবমুখর পরিবেশে সবাই ঈদুল আজহা উদযাপন করতে।
আজ শনিবার জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, রাজধানীর সর্ববৃহৎ ঈদ জামাতে জাতীয় ঈদগাহ এবং বায়তুল মোকাররমকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে ঈদগাহে প্রবেশের ক্ষেত্রে এবারও মুসল্লিদের উদ্দেশে কিছু নির্দেশনা
দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে।
জায়নামাজ ও ছাতা ছাড়া মুসল্লিরা সঙ্গে আর অন্যকিছু আনতে পারবেন না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ প্রয়োজন বোধ করলে জায়নামাজ ও ছাতা খুলে তল্লাশি করতে পারবে।
Comment here