২০২১ সালের জুনেই খুলবে পদ্মা সেতু : ওবায়দুল কাদের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

২০২১ সালের জুনেই খুলবে পদ্মা সেতু : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক  : ২০২১ সালের জুনে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সচিবালয়ে পদ্মা সেতুর বরাদ্দকৃত অর্থ ব্যবস্থাপনার চুক্তি সই অনুষ্ঠানে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, মূল সেতুর সবকটি পাইল ড্রাইভিং এর কাজ শেষ হয়েছে।  সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩১টি পিলারের কাজও শেষ। চলতি বছরের ডিসেম্বরে সবগুলো পিলারের কাজ সম্পন্ন হবে।

সেতুমন্ত্রী আরও বলেন, মূল সেতুর বাস্তবায়ন কাজের অগ্রগতি ৮৩ শতাংশ, আর্থিক অগ্রগতির ৭২ শতাংশ। নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি ৬২ শতাংশ এবং আর্থিক অগ্রগতির ৪৮ শতাংশ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মূল সেতুর কাজের চুক্তিমূল্য ১২ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ টাকা। এ পর্যন্ত ব্যয় হয়েছে ৮ হাজার ৭৩২ কোটি ৩৮ লাখ টাকা। মূল সেতুর ব্যয় ততটা বাড়বে না। পদ্মা সেতুর ব্যয় বাড়ছে বলে যা বলা হচ্ছে তা মূলত জমির বেশি দাম ও ট্যাক্স পরিশোধের কারণে। ২০১০ সালের এস্টিমেট অনুয়ায়ী এ ব্যয় ধরা হয়েছে।

এসময় সেতু বিভাগের সিনিয়র সচিব আনোয়রুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প বাস্তবায়নে সরকার প্রদত্ত ঋণ বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে ঋণচুক্তি স্বাক্ষর হয়।

Comment here