মোঃ হুমায়ূন কবির : জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনা ১২/০৯/২০১৯ বৃহস্পতিবার গাজীপুর ডিবি মাদক বিরোধী স্পেশাল টীম অফিসার ইনচার্জ, মোহাম্মদ আফজাল হোসাইন,
এর সাহেবের তত্বাবধানে এসআই(নিঃ)সুব্রত রায় এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানাধীন সফিপুর পূর্বপাড়া সাকিনন্থ সফিপুর বাজার হইতে রতনপুর রেলষ্টেশনগামী পাকা সড়কের পূর্ব পার্শ্বে মন্তাজ মিয়ার রাজু ষ্টোর এর সামনে ৬.টা০৫.মিনিটে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাদক ক্রয় বিক্রয়কালে মাদক ব্যবসায়ী ১/সজীব হাসান (২৭) পিতা-হাবিবুর রহমান, সাং-উত্তর খান, (শহিদুল্লাহ চেয়ারম্যান বাড়ী) থানা-উত্তরখান, ডিএমপি, ঢাকা, এ/পি-সাং-আতিক এর বাড়ীর ভাড়াটিয়া), মৌচাক জেনারেল ফার্মাসিউটিক্যালস এর উল্টা পার্শ্বে, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুরকে গ্রেফতার করা হয়।
১/সজীব হাসান এর হেফাজত থেকে ২৫ (পচিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে এসআই(নিঃ) কাজী শাওন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ১৩/০৯/২০১৯ইং শূক্রবার কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন, মামলার নং-৪০।
Comment here