সজিবুল ইসলাম হৃদয়, নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে চলমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ-১৭) সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ের অান্তঃ ইউনিয়নের ফাইনাল খেলায় বহুলী ইউনিয়ন কে (৫) ০-০ (৪) গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাওয়াকোলা ইউনিয়ন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। সম্পন্ন খেলা গোল শূন্য ড্্র হওয়ায় ট্্রাইব্রেকারের মাধ্যমে খেলার নিস্পত্তি হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ অাসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম নাসিম রেজা নুর, মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক প্রমূখ।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রিয়া সংস্থার অায়জিত উক্ত খেলা শেষে চ্যাম্পিয়ন, রানারআপ ও শ্রেষ্ঠ খেলোয়াড় বহুলী ইউনিয়নের অাসাদ , সর্বোচ্চ গোলদাতা বহুলী ইউনিয়নের সবুজ এবং ম্যাচসেরার হাতে পুরস্কার তুলে দেন সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অাগত অতিথিবৃন্দ। উল্লেখ্য, প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যাগে সারা দেশে ২০১৮ সালে প্রথমবারের মতো শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)। প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও ফুটবল একাডেমির অনূর্ধ্ব-১৭ খেলোয়াড়রা অংশ নিয়ে দেশব্যাপী উপজেলা পর্যায়ের অংশগ্রহণকারী সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত উপজেলা দল জেলা পর্যায়ে, জেলার দল বিভাগ পর্যায়ে এবং বিভাগীয় দল জাতীয় পর্যায়ে অংশ নেবে।
Comment here