নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বড় ভাইয়ের কাছে চাঁদা চেয়ে না পেয়ে ছোট ভাইকে খুন করেছে সন্ত্রাসীরা। গতকাল রবিবার রাতে সানোয়ারা আবাসিক এলাকাসংলগ্ন দর্জিপাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. জিয়াদ (২৩)। তিনি নগরীর পুরনো চান্দগাঁওয়ের দর্জিপাড়া এলাকার মৃত মো. সেলিমের ছেলে।
চান্দগাঁও থানার ওসি আবুল কালাম আযাদ জানান, জিয়াদ পেশায় দিনমজুর। তার বড় ভাই জাহিদ হোসেনের কাছে স্থানীয় কয়েক সন্ত্রাসী চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় রবিবার সন্ধ্যায় তাকে মারধর করে সন্ত্রাসীরা। জিয়াদ প্রতিবাদ করলে তারা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তবে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক জানান, আধিপত্য বিস্তারের জেরে এলাকায় দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে প্রতিপক্ষের যুবকদের ছুরিকাঘাতে আহত হন জিয়াদ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আমির হোসেন জানান, জিয়াদের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতে গুরুতর জখমের চিহ্ন আছে।
Comment here