টাঙ্গাইলে বিনিময় সার্ভিসের বাস উলটে গেলো, আহত ২৫ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

টাঙ্গাইলে বিনিময় সার্ভিসের বাস উলটে গেলো, আহত ২৫

টাঙ্গাইল প্রতিনিধি   :  টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ীর বিনিময় সার্ভিসের বাস খাদে পড়ার ১৬ দিনের মাথায় আবারও একই সার্ভিসের বাস উল্টে খাদে পড়েছে। এতে ২৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত ১ অক্টোবর মধুপুর উপজেলার বেকারকোণায় এমন ঘটনায় ৩০ জন আহত হয়ে ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহা-সড়কের ধনবাড়ী উপজেলার চেরাভাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে ঘটেছে এবারের ঘটনা। খবর শোনে ধনবাড়ী থানা পুলিশ ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ পরিচালনা করে। তারা ২৫/৩০ জন আহত যাত্রীকে উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, ধনবাড়ী থেকে বিনিময় সার্ভিসের বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-১৯৫৪) ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরুর ৫ মিনিটের মধ্যে হাজরাবাড়ী হয়ে চেরাভাঙ্গা ব্রিজ পার হওয়ার সাথে সাথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। বাসটিতে ৩০/৩৫ জন যাত্রী ছিলেন। বড় ধরণের ক্ষয়ক্ষতি না হলেও এদের প্রায় সবাই আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করে।
ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মজিবর রহমান জানান, তারা বাসের যাত্রী নওগাঁর ফরহাদ, খুলনার অনিমেষ, ধনবাড়ীর সুমন, উজ্জল, মাসুদকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।ধনবাড়ী থানার অফিসার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Attachments area

Comment here