কবর থেকে মুক্ত আওয়াজ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

কবর থেকে মুক্ত আওয়াজ

মুক্ত আওয়াজ ডেস্ক : কবর থেকে আওয়াজ আসছে- ‘আমাকে বের করো। এখানে ভীষণ অন্ধকার। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি শে ব্রাডলি। কফিনের মধ্যে আছি।’ মাটির ভেতর থেকে এমন আর্তচিৎকার শুনে কেউ চমকে গেছেন, আবার কেউ তো রীতিমতো ভয়েই কাঁপতে শুরু করেছেন। এর পর এর পেছনের কারণ শুনে বিস্মিত হয়েছেন সবাই।

গত ১২ অক্টোবর এমন ঘটনা ঘটেছে আয়ারল্যান্ডের কিলকেনি প্রদেশে। দেশটির প্রতিরক্ষাবাহিনীর সাবেক সদস্য শে ব্রাডলি (৬২) ওইদিন মারা যান। এর পর তাকে কফিনবন্দি করে কবর দেওয়া হয়। আর তার কবর থেকে এমন আওয়াজ বের হতে থাকে।

ব্রাডলি মৃত্যুর আগে তার শেষ কথা রেকর্ড করে রেখে গিয়েছিলেন। তার শেষ ইচ্ছা ছিল কফিনের মধ্যে টেপরেকর্ডারটি যেন রেখে দেওয়া হয়। আর সেখান থেকেই আসছিল ব্রাডলির শেষ কথা- ‘হ্যালো…?হ্যালো… সবাইকে বিদায় জানাচ্ছি।’? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ওই ঘটনার ভিডিও।

ব্রাডলির মেয়ে আন্দ্রেয়া বলেন, ‘বাবার শেষ ইচ্ছার কথা আমার ভাই, নাতি-নাতনিরা ছাড়া আমি জানতাম। তাই অনেকে চমকে গিয়েছিলেন কফিনের ভেতর থেকে বাবার গলার আওয়াজ শুনে। তার মধ্যে আমার এক বোনও ছিল।’?

Comment here