শ্রীপুরে কভার্ড ভ্যান চাপায় নিহত ১ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

শ্রীপুরে কভার্ড ভ্যান চাপায় নিহত ১

মোঃ মিনহাজ উদ্দিন,(শ্রীপুর, গাজীপুর):  গাজীপুরের শ্রীপুরে পৌরসভা মাওনা বাজার সংলগ্ন কভার ভ্যান চাপায় এনামুল হাসান (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

১৮/১০/২০১৯ইং শূক্রবার
দুপুরে মাওনা পাথার এর কাছে এ ঘটনা ঘটে।
ads
নিহত এনামুল হাসান (২৫)
শ্রীপুর পৌরসভার ৯.নং ওয়ার্ড কইতলা কেওয়া পশ্চিম খন্ড গ্রামের
আব্দুল মান্নান মিয়া এর ছেলে।
স্বজনদের বরাত দিয়ে
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক এস,আই হাবিবুর রহমান
দৈকিন মুক্ত আওয়াজকে জানান।
নিহত এনামুল মাওনা ইউনিয়নের বারতোপা এলাকার খান টেক্সটাইল নামক একটি কারখানায় অপারেটর পদে চাকরি করতো।
ছুটির দিন থাকায় তার কোনো এক বন্ধুর বাড়ীতে
যাওয়ার পথে মাওনা-ফুলবাড়ীয়া সড়কের পৌর এলাকার
(ক্রাউন কারখানার সামনে) নোহা কার্গো সার্ভিসের একটি কভার্ড ভ্যান
(ঢাকা মেট্রো ট-১৬-৮২৭৯) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী আইনী প্রক্রিয়া গ্রহন করা হবে।

Comment here