সুন্দরগঞ্জে মেলায় শেষ দিনে বৃক্ষপ্রেমীদের উপচে পড়া ভিড় - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সুন্দরগঞ্জে মেলায় শেষ দিনে বৃক্ষপ্রেমীদের উপচে পড়া ভিড়

জয়ন্ত সাহা যতন :গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমে উঠেছে ফলদ বৃক্ষ মেলা। মেলার শেষ দিনে বৃক্ষপ্রেমীদের পদচারণায় প্রাণ পেয়েছে নার্সারী মালিকরা। বৃক্ষপ্রেমিদের চাহিদা মতো গাছ বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে।

ads

সরেজমিনে মেলা ঘুরে জানা যায়, উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন ৩ দিনব্যাপী এ ফলদ বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার মেলার শেষ দিন হলেও বৃক্ষপ্রেমিদের ভীড়ে বেশ জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। ত্রেতাদের চাহিদা মতো গাছ বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে নার্সারী মালিকদের। সকাল থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গাছ কিনতে ভীর জমাচ্ছে মেলায়। চাহিদা অনুযায়ী গাছ পাওয়ায় আগ্রহ বাড়ছে অনেকের। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বৃক্ষ রোপণে আগ্রহী হওয়া মেলার আকর্ষণ বাড়ছে। প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ কিনে নিয়ে যাচ্ছে বলে বিভিন্ন স্টল ঘুরে জানা গেছে। এবারের মেলায় ২৫টি নার্সারীর স্টলে প্রায় দুইশ প্রজাতের গাছ রয়েছে। সেই সাথে আম, মালটা, লেবু, পেয়ারা, কৃষ্ণচূড়া, নানা জাতের ফুল ও ফলের গাছ আছে এ মেলায়। তবে শিক্ষার্থীদের আগ্রহের চাহিদায় বেশি ফল ও ফুলের গাছ।

নার্সারী মালিকরা বলছে, বৃক্ষ প্রেমিদের আগ্রহের কারনে এ বছর ব্যবসা জমজমাট হয়েছে। তবে মেলার সময় বাড়ালে আরো গাছ বিক্রি হবে বলে তাদের ধারণা।

ছাইতানতলা এলাকার নার্সারী মালিক গোপাল মহন্ত বলেন, এ বছরের বৃক্ষ মেলায় বিক্রির রেকর্ড ছাড়িয়ে গেছে। গত বছর শেষে জমলেও আমাদের ক্ষতি হয়েছিল। তবে এবার শুরু থেকেই ক্রেতাদের আগ্রহ অনুযায়ী গাছ বিক্রি করতে হিমসিম খেতে হচ্ছে। তিনি দাবি করেন, মেলার সময় আরো কয়েক দিন বাড়ানোর। মেলায় আসা আমিনা বালিকা সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা আক্তার বলেন, আমি প্রতি বছর মেলা থেকে গাছ কিনে বাড়ির আঙিনায় লাগাই। এবার ১০ টা গাছ কিনেছি। তারমধ্যে ফুল ও ফলের গাছ বেশি। তবে দাম বেশি নেয়ার অভিযোগ তার।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই মাহমুদ বলেন, বৃক্ষ প্রেমীদের ভীড়ে আমাদের আয়োজন সার্থক। মেলায় প্রতিটি শ্রেণি পেশার মানুষের উপস্থিতি নার্সারী মালিকদের প্রাণবন্ত করেছে। ক্রেতাদের চাহিদা মেটাতে হিমসিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। তবে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছ কিনতে দেখা ভালো লাগছে। তিনি মনে করেন, প্রত্যাক সচেতন মানুষের অন্তত একটি হলেও গাছ লাগানো।

 

Comment here