নিজস্ব ও ঢামেক প্রতিবেদক : রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় বেলুন ফোলানোর একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে রূপনগরের ১১ নম্বর রোডে এ বিস্ফোরণ ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল সিকদার দৈনিক মুক্ত আওয়াজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হতাহতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
এ ঘটনায় নিহতরা হলো, রমজান (৮), নুপুর (৭), শাহীন (৯) ও ফারজানা (৬)। নিহত আরেকজনের নাম এখনো পাওয়া যায়নি।
বিস্ফোরণে আহত হয় জান্নাত (২৫), জুবায়ের (৮), সাদেকুর (১০), নাহিদ (৭), জামিল (১৪), আরিয়ানসহ (৯) কয়েকজন।
রূপনগর থানা সূত্রে জানা যায়, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। তবে আহতদের সঠিক পরিসংখ্যান এখনো বলা যাচ্ছে না।
Comment here