মাদ্রাসাছাত্রীকে মুঠোফোনে ডেকে নিয়ে অস্ত্রের মুখে ‘ধর্ষণ’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মাদ্রাসাছাত্রীকে মুঠোফোনে ডেকে নিয়ে অস্ত্রের মুখে ‘ধর্ষণ’

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অস্ত্রের মুখে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সাইম (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রেমিকের পরিচয় দিয়ে ফোন করে ডেকে নিয়ে এ ঘটনা ঘটান তিনি।

ধর্ষণের শিকার ছাত্রীর পরিবার জানায়, প্রায় তিন মাস আগে ওই ছাত্রীর সঙ্গে একই মাদ্রাসায় পড়ুয়া ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র (বর্তমানে ঢাকায় বেসরকারি চাকরিরত) মাজেদুলের (২০) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার রাতে প্রেমিক মাজেদুলের পরিচয় দিয়ে একটি অপরিচিত নম্বর থেকে ওই ছাত্রীকে ফোন করে দেখা করতে বলা হয়। এ সময় ওই ছাত্রী বাড়ির পেছনের একটি ধানক্ষেতে দেখা করতে যায়। সেখানে যাওয়ার পর প্রেমিক মাজেদুলের পরিবর্তে একই এলাকার মজিবরের ছেলে সাইমকে দেখতে পায় কিশোরী। এ সময় সাইম কিশোরীর মুখ চেপে ধরে ছুরি বের করে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন।ads

ওই কিরোরীর পরিবারের অভিযোগ, ধর্ষণের পর কিশোরী বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করলে তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে ঘটনা খুলে বলে। ঘটনা প্রকাশের পর ওই রাতেই স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও ছেলের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্যরা বিষয়টি ধামাচাপা দিতে গ্রাম্য সালিশে বসে। সালিশে অভিযুক্ত সাইমকে এক লাখ টাকা জরিমানা করে বিষয়টি আপসের চেষ্টা চালানো হয়। কিন্তু কিশোরী ও তার পরিবার এ সালিশ না মেনে সুষ্ঠু বিচারের আশায় গতকাল রোববার স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুলের শরণাপন্ন হন। পরে চেয়ারম্যান বিষয়টি পুলিশকে অবহিত করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার ছাত্রী ও তার মা বর্তমানে থানা হেফাজতে রয়েছে।’

ওসি আরও বলেন, ‘অভিযোগ পাওয়ার পর এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল আসামি পলাতক আছেন। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Comment here