সুন্দরগঞ্জে মাদক কারবারী গ্রেফতার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ক্রাইম

সুন্দরগঞ্জে মাদক কারবারী গ্রেফতার

জয়ন্ত সাহা যতন : গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১’শ গ্রাম গাঁজাসহ নুরুল ইসলাম (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তার সহযোগী আনোয়ার হোসেন (৩৫) পালিয়ে যায়।থানা সূত্রে জানা যায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহুরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা মৌজাস্থ হাসানগঞ্জ রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে মাদক কারবারিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মাদক কারবারি পার্শ্ববর্তী মনিরামকাজী গ্রামের সেকেন্দার আলীর পুত্র।এ ব্যাপারে ২ জনকে আসামী করে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামী নুরুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক- জিয়ারুল হক জানান, মাদক কারবারিদ্বয় দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য সেবন ও বেচাকেনা করে আসছিল।

Comment here