সি এন্ড এফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন নির্বাচনে লড়ছেন আওয়াল হোসেন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিজ্ঞাপন

সি এন্ড এফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন নির্বাচনে লড়ছেন আওয়াল হোসেন

দির্ঘ ৩ কার্যকাল মেয়াদ শেষে এবার  সি এন্ড এফ এজেন্ট স্টাফ  এসোসিয়েশন নির্বাচন ২০১৯  ঐক্য পরিষদ গতবারের ন্যায় এবারো প্রতিদ্ধীতায় অংশ গ্রহন করছেন।
দৈনিক মুক্ত আওয়াজ এর   
বেনাপোল  প্রতিনিধি  
জনাব মোঃ আওয়াল হোসেন   উক্ত নির্বাচনে প্রতিদন্ধিতা করছেন ।
তিনি একজন সফল তরুন নেতৃত্ব ও সমাজ সেবক ।  বিগত বছরগুলোতে মোঃ আওয়াল হোসেন  স্টাফ এসোসিয়েশন এর সদস্যের বিভিন্নরকম সাংগঠনিক কাজে নিয়োজিত  থেকে কাজ করে গেছেন ।
নিজের এলাকায় এমনকি  সমাজের বিভিন্ন উন্নয়ন কল্পে কাজ করতে দেখা যায়, ধর্মিয় প্রতিষ্ঠানেও তিনি সেবামূলক কাজে নিয়োজিত আছেন।
স্হানীয় লোকজনের ভালোবাসা, দোয়া ও সমর্থনে সর্বজনীনভাবে স্নেহধন্য এই তরুন সমাজকর্মী মোঃআওয়াল হোসেন  এর সার্বিক সাফল্য অর্জন নিশ্চিত করাই সকল সহ যোদ্ধা  সংবাদমাধ্যম কর্মী, শুভানধ্যয়ী, সিএন্ড এফ এজেন্ট স্টাফ বৃন্দ, সুশীল সমাজ,বিশিষ্ট জন সকলের কাছেই
দৈনিক মুক্ত আওয়াজ  পরিবারের পক্ষ থেকে শুভকামনা  ও উত্তরোত্তর উন্নতি কামনা রইলো, সেই সাথে এমন তরুন প্রজন্মে নেতৃত্বে আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারলেই আমরা আগামী প্রজন্ম কে দিতে পারবো নতুন অধিকার যা সমাজের জন্য   কল্যানকর ।

Comment here