কামরুজ্জামান হেলাল,যুক্তরাষ্ট্র : এইচ-ওয়ানবি ভিসার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে অভিবাসীরা তাদের আগের কাজের জায়গায় ফিরতে চাইলে কোনো বাধা দেবে না মার্কিন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে, মার্কিন ভিসা নিয়ে লকডাউনের আগে যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে কাজ করতেন, তারা চাইলে একই কাজে ফিরে যেতে পারবেন। প্রশাসন এইচ-ওয়ানবি ভিসার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে।
নিয়ম শিথিল করার মধ্যে দিয়ে কর্মীদের স্ত্রী, স্বামী, সন্তান ও পরিজনদেরও যুক্তরাষ্ট্রে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। নির্বাচনের আগে এ সিদ্ধান্তকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতি বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা।
গত ২২ জুন এইচ-ওয়ানবি ভিসাসহ অন্য বিদেশি কর্মীদের ভিসা স্থগিত করেছিল ট্রাম্প প্রশাসন। সেটি বাতিল করে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এর ফলে এইচ-ওয়ানবি ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি নাগরিকদের কাজে বহাল করতে পারবে মার্কিন কোম্পানিগুলো।
Comment here