‘অর্থমন্ত্রী হিসেবে আমি নিজের কাজ নিজে করি না’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

‘অর্থমন্ত্রী হিসেবে আমি নিজের কাজ নিজে করি না’

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী হলেও গণমাধ্যম থেকে সাহায্য-সহযোগিতা ছাড়া নিজে নিজে কোন কাজ করেন না বলে জানিয়েছেন আ হ ম মুস্তফা কামাল। দেশে সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে সব বিষয়ে হস্তক্ষেপ করেন না বলেও জানান তিনি।

আজ শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বাংলাদেশকে ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ’ সম্পর্কিত চূড়ান্ত সুপারিশের পরিপ্রেক্ষিতে ঢাকায় স্মারক অনুষ্ঠানের প্রি-ইভেন্ট প্রেস ব্রিফিংয়ে আসেন অর্থমন্ত্রী। তিনি ভার্চুয়ালি যোগ দেন। এতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে নভেম্বরের শুরুতে দেশে লিটার প্রতি ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে করা হয় ৮০ টাকা। এর চাপ পড়েছে সাধারণ মানুষের খরচায়।

ডিজেলের দাম বাড়ানো ঠিক হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘অর্থমন্ত্রী হিসেবে আমি নিজের কাজ নিজে করি না। আমি আপনাদের (গণমাধ্যম) কাছ থেকে সাহায্য-সহযোগিতা নিয়ে, আপনাদের মতামত নিয়ে কাজ করি।’

জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, ‘এটি নিয়ে আমাদের সরকারের সংশ্লিষ্ট যারা কাজ করেন তারা বিষয়টি দেখবেন। আমি অর্থমন্ত্রী হলেও সব বিষয়ে আমি হস্তক্ষেপ করি না, সব বিষয় দেখি না। আমার যে অংশটুকু সেটুকু নিয়ে আমি নিয়োজিত থাকি। যারা এ বিষয়ে দেখেন তাদের কাছে প্রশ্ন করুন।’

এ সময় রেমিটেন্স নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, চলতি অর্থবছরে ২৬ বিলিয়ন ডলার রেমিটেন্সের লক্ষ্যমাত্রা অর্জনে প্রণোদনা বাড়ানো হয়েছে। রেমিটেন্সের লক্ষ্য অর্জন করতে গেলে ইনসেনটিভ আরেকটু বাড়িয়ে দেওয়ার দরকার ছিল। সেজন্য রেমিটেন্স যোদ্ধাদের বর্ধিত খরচ যোগান দিতে প্রণোদনা ২ শতাংশ থেকে ২.৫ শতাংশ করা হয়েছে। আজ (শনিবার) থেকে এটি কার্যকর। আশা করি, এই অর্থবছরে রেমিটেন্স ২৬ বিলিয়ন অর্জন হবে।

 

Comment here