অসহায় কর্মহীন হয়ে পড়া মানুষে পাশে তৃতীয় দিন ইফতারি নিয়ে দাঁড়ালেন, কামরুল আহসান - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

অসহায় কর্মহীন হয়ে পড়া মানুষে পাশে তৃতীয় দিন ইফতারি নিয়ে দাঁড়ালেন, কামরুল আহসান

মনির হোসেন জীবন :  গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক, কামরুল আহসান সরকার রাসেল তার নিজ বাড়ি আঙ্গিনায়, অসহায় কর্মহীন গরিব দুঃখীদের ও রোজাদারদের মাঝে দ্বিতীয় দিন ইফতারি বিতরণ করেন।
গত ১৩ মে) মঙ্গলবার, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক, কামরুল আহসান সরকার রাসেল তার নিজ বাড়ির সামনে ইফতার সামগ্রী বিতরণ করেন, মহামারী করোনা ভাইরাসের প্রভাবে ১৯ রমজান উপলক্ষে ঘরবন্ধী গরিব দুঃখী অসহায় কর্মহীন হয়ে পড়া গাজীপুর ভোগড়া ১৫ নং ওয়ার্ডের সরকার বাড়ি নিজ বাসার আঙ্গিনায় ইফতার বিতরণ করেন, এই রমজান মাসে সরকারি ঘোষিত লকডাউন মেনে তিন ফিট অন্তর অন্তর দূরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বিতরণ করেন।
কামরুল আহসান সরকার রাসেল বলেন।
আর এই দুর্দিনে নিজ উদ্যোগে অসহায় গরিব দুঃখীদের পাশে রমজান মাস উপলক্ষে দ্বিতীয়বার ইফতার সামগ্রী হাতে তুলে দিতে পেরে আমি খুবই গর্বিত। সামনের রমজান গুলোতে দৈনিক ইফতারি ব্যবস্থা করতে পারি এবং সব সময় যেন অসহায় গরীব দুঃখীদের সেবা করে যেতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন।
কামরুল আহসান সরকার রাসেল আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর, শেখ হাসিনার নির্দেশে, এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক, মাইনুল হোসেন খান নিখিলের আহবানে, প্রতিটি অসহায় কর্মহীন গরিব দুঃখী পাশে ইফতার সামগ্রী নিয়ে থাকার জন্য আহ্বান করেছেন যুবলীগের নেতা-কর্মীদেরকে।
এই মহামারী প্রাণঘাতী করোণা ভাইরাস যতদিন থাকবে আমার পক্ষ থেকে,১৭ ই রমজান থেকে প্রতিদিন রোজাদার দের হাতে ও অসহায় কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষদের পাশে ইফতার নিয়ে আছি। আজকে তৃতীয় দিন রোজাদারদের ইফতারি হাতে তুলে দিতে পেরেছি খুবই আনন্দিত আমি।

Comment here