আসামীর নাম মোঃ তানভির হোসেন। পিতা মোঃ সালাম মাতা মোছাঃ হাবিয়া বেগম গ্রামঃ আমবাগ, থানা 4. কোনাবাড়ী জেলা : গাজীপুর সিটি কর্পারেশন।
বাদীঃমোশিদা আক্তার পিতা মোঃ ফজলুল হক মাতা মোছাঃ সুফিয়া বেগম গ্রাম বরকরাই থানা চান্দিনা জেলা কুমিল্লা
আমি মোশিদা আক্তার ২০০০ সাল থেকে আমরা থাকা অবস্থায় ২০১২ সালে তানভির আমাকে প্রেমের ফাদে ফেলে ২০২০ সালে ৫ই মে কাজী আফিসের মাধ্যমে আমাদের বিয়ে হয়। কিছু দিন সংসার করার পর তানজি আমার কাছে ৫,০০,০০০ লক্ষ টাকা যৌতুক দাবি করে। আমি তখন বলি আমি কোথা থেকে টাকা দেব আমার বাবা আমি ছোট থাকা অবস্থায় বাবা মারা গেছে। এ কথা বলার পর সে আমাকে শারীরিক নির্যা করে। আমি আমার সংসার এর কথা ভেবে আমার ছোট বোনদের কাছ থেকে ৩,০০,০০০ লক্ষ টাকা তানভির কে এনে নেই তার কিছু দিন পর আবার ৫,০০,০০০ লক্ষ টাকা দাবি করে টাকা দিতে পারি না। এই অন্য মারধর করে এবং আমার পুরো শরীর ক্ষতবিক্ষত করে। নির্যাতন সহ্য করতে না পেরে বিজ্ঞ আদালতে যৌতুক ও নির্যাতন মামলা করি। মামলা নং ৭০০, ২০২০ সাল ওয়ারেন্ট বের হয় পুলিশ আসামিকে ধরার জন্য খোজে আসামি তানভির তখন আমার কাছে আসে এসে বলে যে তুমি আমাকে বাচাও তোমাকে আর মারবো না যৌতুক এর টাকা চাইবো না আমি আমার নিজের জিম্বায় জামিন সেই তারিখ ১৫-১২-২০২০ তানভির কে জান দেই । আবার ০৪-০১-২০২১ সালে আমাকে হত্যার চেস্টা করে, আমি বাচার জন্য বিজ্ঞ আদালতে ১০৭ ধারা নিরাপত্তা মামলা করি মামলা নং (৪৫) তারিখ ২৭-০১-২০২১ সাল সকাল ৮ ঘটিকায় সময় আমাকে বাড়ীতে মারধর করে আমার চুল ধরে টেনে হেসবে গোডাউনে নিয়ে যায়। নিয়ে অনেক মার ধর করে এবং আমাকে বুটির সাথে বেধে লোহার রড দিয়ে আমার মাথা এবং পুরা শরীরে আঘাত করে আমাকে বলে অলিখিত ইন্টামে সই দিতে বলে । আমি সই দেই নাই এই জন্য আমাকে লোহার রড দিয়ে আমার বাম হাতের হাড় এবং দাঁত ভেঙ্গে দেয় । ২৮-০১-২০১১ তারিখ আমি বঙ্গবন্ধু তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেই । চিকিৎ নেওয়ার পর আমাকে বাড়িতে ঢুকতে দেয় না, পরে আমি রাস্তায় রাস্তায় ছিলাম। তার পর আমি লিগ্যালে গেছি আসামি তানভির কে লিগ্যালে এ ডাকছে ডাকার পর তানভির বলে আমাকে ০৯-০৯-২০২০ সালে ডির্ভোস দেয় কিন্তু আমি জানতাম না আমাকে ডিভোর্স দিছে আমাকে কোনো কাগজ দেয়না । আমি অসহায় হয়ে মেনে নিছি তার পর আমি অসহায় হয়ে একটি রুম ভাড়া নিয়ে থাকি। তার কিছু দিন পর তানভির আমার বাসায় আসে এসে বলে আমি ভুল করছি আমি তোমাকে নিয়ে আবার পুনরায় সংসার করবো ভার পর থেকে আমার অনুমতি ছাড়া আমার বাসায় আসা যাওয়া করতো । জোর করে আমার সাথে শারীরিক মেলামেশা করতো, আমি যদি কাউকে বলি তানভীর আসা যাওয়া করে এই কথা কাউকে বলি তাহলে আমাকে হত্যা করবো বলে ভয় দেখাতো।
২৭-০১-২০২২ তারিখে আমার বাসায় আসে আমার সাথে জোর করে শারীরিক মেলামেশা করে পরে। আমি যখন বলি আমাকে বিয়ে না করে আমার বাসায় আসো কেনো তখন আমাকে হত্যার চেষ্টা করে আমার কান্না মনে আসে পাশের লোক আসে । এসে তানভির কে আটকিয়ে থানায় ফোন করে তার পর পুলিশ এসে সরাসরি হাতেনাতে গ্রেফতার করে। এক মাসের বেশি আসামি তানভির জেলে ছিল। জেল থেকে জামিনে এসে আমাকে বলে আমি যদি মামলা না তুলি আমাকে শাসরোধ করে হত্যা করবে মামলা নং ১৭ / 2022 সাল আমার সাথে দুর্নীতি করা হইছে। আমি মামনীয় প্রাধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সৃষ্ট বিচার চাই । আমি নিরাপত্তা চাই।
Comment here