ইউপি নির্বাচনে দলীয়ভাবে অংশ নেবে না বিএনপি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

ইউপি নির্বাচনে দলীয়ভাবে অংশ নেবে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক :  দলীয়ভাবে আগামীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা মনে করেছিলাম, স্থানীয় সরকার নির্বাচনে অন্তত সরকার ও নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিতের ব্যবস্থা নেবে। কিন্তু এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদসহ পৌরসভা ও উপজেলা নির্বাচনে যা হয়েছে, এত হতাশাজনক যে, আগামীতে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমরা দলীয়ভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

মির্জা ফখরুল বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনগুলোতে এটা প্রমাণিত হয়েছে যে, এই নির্বাচন কমিশন কোনো নির্বাচনই নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য যোগ্য নয়। বর্তমান অনির্বাচিত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করাই এই নির্বাচন কমিশনের কাজ।’

আগামীতে অন্য নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি না-এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এ বিষয়ে আমাদের স্থায়ী কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলে সবাইকে জানানো হবে।’

Comment here