ইসলাম প্রচারের কারণে আলেম-ওলামাদের কারাগারে আটকে রাখা হয়েছে: মির্জা ফখরুল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ইসলাম প্রচারের কারণে আলেম-ওলামাদের কারাগারে আটকে রাখা হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুঃখের বিষয়- শুধুমাত্র ইসলাম প্রচারের কারণে আমাদের আলেম-ওলামাদের কারাগারে আটকে রাখা হয়েছে। বিশিষ্ট আলেম, সর্বজন শ্রদ্ধেয় মানুষদের কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। এসব আমরা ভুলে যাইনি, ভুলে যেতে পারি না।’

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয়তাবাদী ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। সংগঠনের আহ্বায়ক শাহ নেছারুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব নজরুল ইসলামের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, সরফত আলী সপু প্রমুখ।

বিএনপি মহাসচিব বলেন, ‘হেফাজত ইসলামকে সরকার কথা দিয়েছিল- তাদের নেতাদের, আলম-ওলামাদের মামলা তুলে নেবে এবং মুক্ত করে দেবে- তারা (সরকার) একটাও করেনি। বরং কী করে আলেম ওলামের নাজেহাল করা যায়, মিথ্যা প্রপাগাণ্ডা করা যায়, নাটক সাজিয়ে মিথ্যা মামলা দেওয়া যায় তারা (সরকার) তাই করছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের যে সমস্যা এটা শুধুমাত্র মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের মানুষের নয়। এ সমস্যা গোটা জাতির। জাতির অস্থিত্ব বিপন্ন হয়ে পড়েছে।’

বিএনপি ধর্মীয় মুল্যবোধ ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে উল্লেখ করে মহাসচিব বলেন, ‘আমরা সরকারের থাকা অবস্থায় মসজিদভিত্তিক পাঠাগার নির্মাণ করেছিলাম এবং ইমামদের ভাতা দেওয়া ব্যবস্থা করেছিলাম। হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে মন্দিরে পাঠাগার নির্মাণ করা হয়েছিল। কওমি মাদ্রাসার যে কাজ (শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি) দেওয়ার উদ্যোগ আমরা নিয়েছিলাম।’

ওলামা দলের প্রতিষ্ঠার লক্ষ্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওলামা দল প্রতিষ্ঠা করেছিলেন। কারণ, এদেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী, তাদের সম্মান দেওয়ার জন্য সংবিধানে বিসমিল্লাহির রহমানের রাহিম যুক্ত করেছিলেন। বাংলাদেশের দেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। তারা ধর্মীয় আচরণ মেনে চলি।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। দেশের গণন্ত্র নেই, আইনের শাসন নেই। দেশে চলছে শুধুমাত্র লুটপাট দুর্নীতি।’

সম্প্রতি, রাজবাড়ীতে দুই শিশু সন্তানের মা ও মহিলা দলের নেত্রীকে স্মৃতিকে গ্রেপ্তার এবং গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘এই সরকার পদে পদে লুট করে বর্গীদের রাজত্ব কায়েম করেছে। এই অবস্থায় আমরা একটি কঠিন অবস্থার মধ্যদিয়ে যাচ্ছি। আমাদের সামনে একটাই পথ- তা হচ্ছে এই সরকারকে সরিয়ে দেওয়া। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হই, তাহলে কিন্তু এই সরকারকে পরাজিত করা যাবে না। এরা একটি ফ্যাসিস্ট শক্তি। একটি ফ্যাসিস্ট শক্তিকে গণতান্ত্রিক দলের পক্ষে পরাজিত করা খুবই কঠিন।’

বিরোধীদের দমন করতে ৩৫ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘যদি সরকার হুকুম না দেয় পুলিশ কিছু করতে পারে? পারে না। এর জন্য দায়ী শেখ হাসিনা, সম্পূর্ণ দায় সরকারের। যারা বেআইনি হুকুম দিয়ে এই কাজগুলো করাছে।’

 

Comment here