ঢাকাসমগ্র বাংলা

উত্তরা থেকে ৪ জঙ্গি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সক্রিয় চার সদস‌্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট। আজ শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের সদস‌্যরা তাদের গ্রেপ্তার করেন। মিডিয়া সেন্টারের প্রধান ডিসি ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বৃহস্পতিবাররাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা থেকে চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

Comment here

Facebook Share