নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের উপদেষ্টা হিসেবে পাঁচ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে।
তারা হলেন—নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম, স্থপতি ইকবাল হাবিব, শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহম্মেদ, নগর গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক সালমা এ শফি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাসার।
ডিএনসিসির গত ৯ নভেম্বরের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৫৩নং ধারা অনুসারে পরামর্শের প্রয়োজনে মেয়রের অভিপ্রায় অনুযায়ী পাঁচ ব্যক্তিকে উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে সম্পৃক্ত করা হলো।
মেয়রের মেয়াদকালীন অথবা মেয়াদকালীনের মধ্যে যতদিন ইচ্ছা পোষণ করবেন ততদিন সম্পৃক্ত থাকবেন এবং এটি সম্পূর্ণ অবৈতনিক হিসেবে বিবেচিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
Comment here