এ বিষয়ে আমি কিছুই জানি না - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

এ বিষয়ে আমি কিছুই জানি না

বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। একাধিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ভালোবাসা দিবসে ১২টি নাটকে দেখা গেছে তাকে। সবগুলো নাটকে তার সহশিল্পী হিসেবে ছিলেন আফরান নিশো। এ নিয়ে শোবিজ পাড়ায় চলছে আলোচনা-সমালোচনাও।

মেহজাবিনের ভাষ্য, ‘ভালোবাসা দিবসের কাজগুলো কিন্তু একসঙ্গে করিনি। এর কাজ করা হয়েছে বিভিন্ন সময়ে। আবার কিছু নাটকের কাজ করেছি বহু আগে। কিন্তু ভালোবাসা দিবসে নাটকগুলো বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইনে প্রচার হয়েছে। একটি নাটক কবে প্রচার হবে, তা কিন্তু শিল্পীরা চূড়ান্ত করে না। এ দায়িত্ব পরিচালক ও প্রযোজকদের।’

তিনি আরও বলেন, ‘নাটকের আমার সহশিল্পী কে থাকবেন, তা কিন্তু আমি ঠিক করি না। এই কাজটি পারিচালকের। পারিচালক যাকে খুশি তাকে নিতে পারেন। একজন শিল্পী হিসেবে আমি শুধু কাজটা দেখি। গল্প ও চরিত্রটি কেমন তা দেখে অভিনয় করি। মনোযোগ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে চেষ্টা করি, যেমনটি পরিচালক চান। অপূর্ব-নিশোর বাইরে আমি কিন্তু অন্যদের সঙ্গেও কাজ করেছি। তাই এটি নিয়ে কথা তোলার কোনো কারণ দেখি না।’

সম্প্রতি গুঞ্জন উঠেছে জাজ মাল্টিমিডিয়ার ছবিতে কাজ করতে যাচ্ছেন মেহজাবিন চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাজ থেকে কোনো প্রস্তাব পাইনি। আর এ বিষয়ে আমি কিছুই জানি না।’

 

Comment here