সারাদেশ

এইডস ঝুঁকির সম্ভাবনায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা

এস এম আল আমিন পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশের সর্ব উত্তরের  জেলা পঞ্চগড়ের  তেঁতুলিয়া  ও বাংলাবান্ধা স্থলবন্দরে নেই কোন এইডস শনাক্ত করণ  চিকিৎসা ব্যবস্থা ।বাংলাবান্ধা স্থলবন্দর ও পাশ্ববর্তী  এলাকা গুলোতে  এইডসের ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন শত শত পাথর ও পণ্যবাহী ট্রাক আসে। এসব ট্রাকের চালক, হেলপার ছাড়াও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াত করেন কয়েকশ পাসপোর্টযাত্রী। যাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় না।

 

স্থানীয়রা জানায়, ভারত থেকে আসা ট্রাকচালক ও হেলপাররা মাদকাসক্ত অবস্থায় বন্দরের দুই কিলোমিটার ভেতরের হাট-বাজারে ঘুরে বেড়ায়। তাদের কারণে আতঙ্কিত সীমান্ত এলাকায় বসবাসকারীরা।স্থানীয়রা  আরো জানায়, ট্রাকচালক ও হেলপাররা শিলিগুড়ির বিভিন্ন মদের বার ও পতিতালয় ঘুরে এদেশে প্রবেশ করে  । সীমান্ত এলাকার ভ্রামমাণ যৌনকর্মীদের সঙ্গেও তাদের ওঠাবসা রয়েছে। তাদের মাধ্যমেই সীমান্তবর্তী বাজার ও গ্রামে এইডস ছড়িয়ে  যেতে পারে এমন টা জানানা স্থানীয়রা।

 

বাংলাবান্ধা জিরো পয়েন্ট  এর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে এইডস আক্রান্ত রোগী পাওয়া যায়নি।পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান বলেন, প্রতিদিন শত শত মানুষ সীমান্ত দিয়ে যাতায়াত করেন। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা কষ্টসাধ্য। সীমান্ত এলাকার ভ্রাম্যমাণ যৌনকর্মীদের শনাক্ত ও তাদের চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। পণ্যবাহী ট্রাকচালক ও হেলপারদের সীমান্তের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে হবে।পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মেহেদী হাসান খান বাবলা বলেন, ট্রাকচালক ও হেলপারদের সীমান্তের ভেতরের আবাসিক হোটেলে থাকায় প্রশাসনিক নিষেধাজ্ঞা রয়েছে। তারা ট্রাকেই রাত্রিযাপন করবেন।

Comment here

Facebook Share