সারাদেশ

কটিয়াদীতে ১৬ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি,মোঃ জালাল উদ্দিন : কটিয়াদীতে একটি গাঁজা গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৩ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম কটিয়াদী উপজেলার বোয়ালিয়া এলাকার একটি বাড়ির উঠানে রোপণ করা গাঁজার গাছটি উদ্ধার করে।

১৬ ফুট উচ্চতা এবং ২১ কেজি ওজনের গাছটি বোয়ালিয়া এলাকার মানিক মিয়ার বাড়ির ভেতরের উঠানে রোপণ করা হয়েছিল। মানিক মিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।ads

কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাবীব তৌহিদ ইমাম জানান, বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম কটিয়াদী উপজেলার বোয়ালিয়া এলাকার মানিক মিয়া (৪৭)-র বাড়ির ভিতর উঠানে রোপণকৃত জীবিত গাঁজার গাছটি উদ্ধার করে।

গাছটির উচ্চতা ১৬ ফুট এবং ওজন ২১ কেজি।

মানিক মিয়া পালিয়ে যাওয়ায় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে তার বিরুদ্ধে কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করেন।

Comment here

Facebook Share