অন্যান্য

করোনায় আরও ১৬৩ মৃত্যু, শনাক্তে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক:করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৬৩ জনের মৃত্যু হয়েছে।  এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৫২৫ জনের। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি। এতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৫২৫ জনের, যা দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আর নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১.৪৬ শতাংশ। এর আগে গতকাল সোমবার করোনায় ১৬৪ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে এখন পর্যন্ত এটাই করোনায় মৃত্যুর সবোচ্চ রেকর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনের। করোনায় মারা গেছেন ১৫ হাজার ৩৯২ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Comment here

Facebook Share