ঢাকাসমগ্র বাংলা

কাফনে মোড়ানো ১০ নারী দাঁড়াচ্ছেন শাহবাগে,‘মৃত্যু’র জন্য প্রস্তুতি

সাম্প্রতিক সময়ে নুসরাত জাহান রাফি’র উপর যৌন নিপীড়ন ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা সারাদেশে আলোড়ন তুলেছে। দেশে চলমান নারী নিপীড়নের পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, প্রতিনিয়ত এদেশে নারী নিপীড়ন বাড়ছে। তাই নারী নিপীড়ন এবং বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ সন্ধ্যায় শাহবাগে দাঁড়াবেন ১০ জন নারী। তাদের প্রত্যেকে মোড়ানো থাকবেন লাশের কাফনে। ধর্ষিত হয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি-এমন একটি প্রতীকী প্রতিবাদ জানাবেন তারা।

আজ ১৭ এপ্রিল সন্ধ্যা ৭ থেকে রাত ৮টা পর্যন্ত ‘ভিক্টিম পক্ষ’ ব্যানারে ১০ জন নারী দাঁড়াবেন শাহাবাগ চত্বরে। ‘ভিক্টিম পক্ষ’ এর সমন্বয়কারী শারমিন জাহান অর্পি দৈনিক আমাদের সময় অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘নুসরাতের মতো এমন হাজার হাজার নুসরাতের ঘটনা আমরা আপনাদের সংবাদমাধ্যম থেকে জানতে পারছি। এত এত নারী নিপীড়নের ঘটনা ঘটলেও অপরাধীরা থেকে যাচ্ছে বিচারের বাইরে। কিংবা অপরাধী গ্রেপ্তার হলেও দৃষ্টান্তমূলক কোনো সাজা আমরা দেখতে পাই না। একটা অপরাধের বিচার না হলে আরেকটা অপরাধে মানুষ প্রশ্রয় পায়। আমরা আজকের নারী নিপীড়নের জন্য রাষ্ট্রের বিচারহীনতার সংস্কৃতিকেই দোষারোপ করছি।’

তিনি আরও বলেন, ‘নারী নিপীড়নের বিরুদ্ধে তাই প্রতিবাদে শামিল হতে আমরা “ভিক্টিম পক্ষ”র ব্যানারে ১০ নারী ৫ জন করে দুই গ্রুপে ভাগ হয়ে দাঁড়াবো শাহাবাগ চত্বরে। আমাদের প্রতিবাদটা একটু ভিন্ন ভাষায় করতে চাই। আমরা এই রাষ্ট্রের কাছে যখন বিচার চাইতে চাইতে ক্লান্ত, তখন আমাদের মনে হয়েছে যে রাষ্ট্রের কাছে নিপীড়কের বিচার চাইবার চেয়ে আমাদের নিজেদেরই বুঝি খুন বা ধর্ষিত হয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়া উচিত। তাই আমরা আমাদের প্রতিবাদী ইভেন্টে মূলত মৃত্যুর জন্য প্রস্তুতি নেব।’

‘তাই শাহাবাগে মূলত আমরা কিছু কাফনে মোড়ানো মৃতদেহের প্রদর্শনী করবো। যারা প্রস্তুতি নিচ্ছে বিচারহীনতায় মৃত্যুর জন্য’ আরও যোগ করেন শারমিন জাহান অর্পি।

Comment here

Facebook Share