নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা নগরীতে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ওই রুটে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনার পর ১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকোশলী মোরসালিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোরসালিন রহমান বলেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনের মাঝখানের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটি ঢাকামুখী লাইন। রাত ১টার দিকে চট্টগ্রামমুখী লাইন দিয়ে দুই দিকের ট্রেন চলাচল শুরু হয়েছে। তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন।
Comment here