কুড়িগ্রামে আ.লীগ নেতার ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

কুড়িগ্রামে আ.লীগ নেতার ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

সাজাদুল,ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী আনম ওবায়দুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে দুস্থ ৭শ’ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী এবং ২ শতাধিক পরিবারে মাঝে নগদ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

৭’শ পরিবারকে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে শহরের ত্রিমোহনী এলাকায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ময়নুল ইসলাম সরদার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খম আতাউর রহমান বিপ্লব, আওয়ামী লীগ নেতা শেখ বাবুল, মোস্তাফিজুর রহমান সাজু, আব্দুল মোত্তালেব, রিপন সরকার প্রমুখ।

Comment here