সারাদেশ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ‘না’ মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনে ‘না’ মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আজ রবিবার আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, বিদেশ যেতে হলে খালেদা জিয়াকে জেলে গিয়ে পরে আদালতে আবেদন করতে হবে।

এর আগে আজ দুপুরে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক জানান, আইনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ‘দেশের সব কাজই নির্বাহী আদেশের মাধ্যমে হওয়া উচিত। এর বাহিরে কোনো কাজ করাই আইনের লঙ্ঘন। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাহী আদেশে বিদেশ যেতে পারবেন খালেদা জিয়া।’

Comment here

Facebook Share