নিজস্ব প্রতিবেদক : কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার বিকেলে মন্ত্রীর গুলশানের বাসভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
বেশ কিছুদিন ধরে খালেদা জিয়ার জামিন ও মুক্তি নিয়ে আলোচনার মধ্যেই আজ এই সংবাদ সম্মেলন হতে যাচ্ছে।
আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ মঙ্গলবার বিকেল ৪টায় খালেদা জিয়ার বিষয়ে জরুরি ব্রিফিং করবেন।’
বিএনপি চেয়ারপারসন গত দুই বছরের বেশি সময় ধরে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাগারে আছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্যগত অবস্থার অবনতির কথা উল্লেখ করে তার পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত দুই দফায় জামিনের জন্য আবেদন করা হয়েছে।
Comment here