নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের ইউরোলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ডা. মাসুদকে ঢাকায় আনা হয়।
ডা. মাসুদ আহমেদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় গত ১৮ এপ্রিল। তাকে খুলনা করোনা হাসপাতালে (ডায়বেটিক হাসপাতাল) রেখে চিকিৎসা করা হচ্ছিল।
আজ অবস্থার অবনতি হলে দুপুর থেকেই ওই চিকিৎসককে ঢাকায় আনার চেষ্টা চলছিল। কিন্তু স্থলপথে ঢাকায় নেওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে হেলিকপ্টারের ব্যবস্থা করেন। কিন্তু বিকেল থেকে খুলনার আবহাওয়া খারাপ ছিল। তাই হেলিকপ্টার অবতরণ করতে পারেনি। শেষ পর্যন্ত রাতে ওই চিকিৎসককে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া সম্ভব হয়।
Comment here