রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে গার্ল ইন রোভার ইউনিটের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাম কৃষ্ণ বর্মন, উপজেলা কমিশনার (ভূমি) নাজির হোসেন, থানা অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান।
বক্তারা বলেন, রোভার স্কাউটস কর্মীরা সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাপক ভূমিকা পালন করছে। যে কোনো দূর্যোগ মুহূর্তে এগিয়ে আসেন। স্কাউটিং এর বাস্তবমুখী ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে মেয়েরা ছোটবেলা থেকেই সঠিক দিক নির্দেশনার ফলে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়ে থাকে। নিরক্ষর ও মাদকমুক্ত সমাজ এবং ছিন্নমূল মানুষের সেবা ও সহযোগিতা করার জন্য স্কাউটরা সমাজে অগ্রণী ভূমিকা পালন করছে। ফলে তারা সরকার ও সাধারণ মানুষের সমর্থন পেতে সক্ষম হয়েছে।
Comment here