রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরের স্বেচ্ছাসেবী সংগঠন “জোনার ফাউন্ডেশন” এর উদ্যোগে ও বিভিন্ন ব্যক্তির সহাতায় অসহায়-হতদরিদ্র ২৫ টি পরিবারের মাঝে তাদের বাড়ি বাড়ি গিয়ে ৬ কেজি চাল, ৬ কেজি আলু, ২ কেজি আটা, ১ লিটার তেল, দেড় কেজি পেঁয়াজ, দেড় কেজি ডাল, ১ প্যাকেট লবণ, ১ টি বল সাবান ও ২ প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়। শনিবার এই সংগঠনের উদ্যোগে ভাতগ্রাম, বনগ্রাম, দামোদরপুর ইউনিয়নের বিভিন্ন গরীব ও অসহায় ২৫ টি পরিবারের মাঝে তাদের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাবান বিতরণ করা হয়।
এসব খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব ও জোনার ফাউণ্ডেশনের সভাপতি এ জে আশিকুর রহমান শাওন সহ সকল সেচ্ছাসেবকবৃন্দ।
উল্লেখ্য, এর আগেও গত বুধবার সংগঠনটি ২০ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে। মারাত্মক সংক্রামকব্যাধি করোনা ভাইরাসের প্রতিকূল পরিবেশে যারা কাজ করতে পারছে না মানবতার কল্যানে এমন অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে জোনার ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
Comment here