গাজীপুরের কাশিমপুর এলাকা হতে ১৭ লিটার মদসহ ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

গাজীপুরের কাশিমপুর এলাকা হতে ১৭ লিটার মদসহ ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

মোঃশফিকুল ইসলামঃ র‍্যাব-১, উত্তরা, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)
প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই অবৈধ অস্ত্র ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক
ব্যবসায়ী, বিভিন্ন সদস্যদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‍্যাব
একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অভিযান পরিচালনা করে
আসছে।
২। বিবরণঃ অদ্য ০৩ মার্চ ২০২০ ইং তারিখ অনুমান ১৯.৩০ ঘটিকার সময় র‍্যাব-১,
স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন
সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর কাশিমপুর থানাধীন এলাকায়
দেশীয় চোলাইমদ ক্রয়-বিক্রয় আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী
কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ
সময় জিএমপি, গাজীপুর কাশিমপুর থানাধীন কাশিমপুর রওশন মার্কেট সাকিনস্থ্থ ধৃত
আসামী অনিল রবি দাস(৪১) এর বাড়ীর সামনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আসামী ১। অনিল রবি দাস(৪১), পিতা-হরিমোহন দাস, মাতা- ফুলেশ্বরী, সাং-কাশিমপুর রওশন মার্কেট, ৬নং ওয়ার্ড, থানা-কাশিমপুর,
জিএমপি, গাজীপুর’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের
সামনে আসামীদের দখল হতে হইতে ১৭ লিটার দেশীয় চোলাই মদ, যার মূল্য অনুমান
৮৫০০/-(আট হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে
জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ গাজীপুর কাশিমপুর এলাকাসহ বিভিন্ন স্থানে দেশীয়
তৈরী চোলাইমদের অবৈধ ভাবে ব্যবসা করিয়া আসিতেছিল। অবৈধভাবে মাদক দ্রব্য দেশীয়
চোলাইমদ তৈরী ও নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ এর (১)
টেবিল ৩৩(গ) ধারার অপরাধ করিয়াছে।
৩। উক্ত আসামীর বিরুদ্ধে জিএমপি কাশিমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে যার
নম্বর-০৪ তারিখ ০৪/০৩/২০২০ ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ এর (১) টেবিল

Comment here