আহমেদ মাহফুজ,শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিবি ও ডিএসবি) মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, স্পেশাল টীমের অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর তত্বাবধানে ২০/০৯/২০১৯ইং শূক্রবার গাজীপুর ডিবি মাদক বিরোধী স্পেশাল টীম সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ হাফিজ উদ্দিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ৯.টা.৪৫.মিনিটে শ্রীপুর থানাধীন বেড়াইদের চালা (২নং সিএন্ডবি) সাকিনস্থ জনৈক মোঃ আফির উদ্দিন এর বন্ধু মহল ট্রাক টার্মিনাল এর ভিতর দক্ষিন পাশে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১/সেলিম (৩২) পিতা মৃত-ফিরোজ উদ্দিন, সাং-বরমী হরতকীর টেক, থানা শ্রীপুর, জেলা গাজীপুর ২/মোঃ দুলাল(৩৫) পিতা মোঃ আসলাম, সাং-আদর্শগ্রাম, থানা মাটিরাঙ্গা, জেলা খাগড়াছড়ি ৩/শাহজাহান(৪২) পিতা মৃত-আব্দুল হাকিম, সাং-বিল পুকুরিয়া, থানা বরুড়া,
জেলা কুমিল্লা ৪/মোঃ জাকির(২৬) পিতা মোঃ আব্দুল মান্নান, সাং-চর হাছান ভূইয়ারা, থানা সুবর্নচর, জেলা-নোয়াখালী ৫/আক্তার হোসেন(২২) পিতা-আবু তাহের, সাং-পশ্চিম চর মুটোয়া, থানা সুধারাম, জেলা নোয়াখালী ৬/মোঃ শহিদ(৪৫) পিতা-নুর ইসলাম, সাং-ঝর্ণাপাড়া, থানা ডবলমুড়িং, সিএমপি চট্টগ্রাম ৭/আবু বক্কর(৪৫) পিতা মোঃ আব্দুল গফুর, সাং-কেশেরপাড়া, থানা-সেনবাগ জেলা নোয়াখালী ৮/মোঃ নুর হোসেন সোহাগ (৩০) পিতা মোঃ নুরুল আলম, সাং-চড় সাহাপুর, থানা সোনাগাজী জেলা ফেনী জুয়া খেলায় ব্যবহৃত খেলার আসর থেকে ১/০২(দুই) বান্ডেল জুয়া খেলায় ব্যবহৃত প্লেয়িং কার্ড(তাস) ২/জুয়া খেলায় ব্যবহৃত নগদ ২০,০০০/-(বিশ হাজার টাকা) যাহার মধ্যে ১০০০/ (এক হাজার) টাকার নোট ১২.টি ৫০০(পাঁচশত) টাকার নোট ০৮.টি= ১০০(একশত) টাকার নোট ৩৬.টি ৫০(পঞ্চাশ) টাকার নোট ০৪.টি ২০(বিশ) টাকার নোট ১০.টি সর্বমোট=২০,০০০/- (বিশ হাজার) টাকা দিয়া জুয়া খেলারত অবস্থায় পেয়ে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ হাফিজ উদ্দিন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে ২১/০৯/২০১৯ইং শনিবার ননএফআইআর প্রসিকিউশন নং-১১৩/১৯ ধারা-প্রকাশ জুয়া আইন ১৮৬৭ এর ৪.দায়ের করেন।
Comment here